ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সমাজতন্ত্র থেকে সরবে না চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫১, মার্চ ১০, ২০১২
সমাজতন্ত্র থেকে সরবে না চীন

ঢাকা : মা ও সেতুং এর চীনে সমাজতন্ত্র বর্তমানে আছে নাকি নেই তা নিয়ে প্রশ্ন তোলার মত লোকের এখন আর অভাব হয় না। তবে সত্যিকার পরিস্থিতি যাই হোক দেশটির বর্তমান সরকার কিন্তু লাল চীনের সেই ঐতিহ্যবাহী স্মৃতি ধরে রাখতে বদ্ধপরিকর।



শুক্রবার চীনের বার্ষিক জাতীয় গণসম্মেলনে দেশটির সরকার পরিষ্কার জানিয়েছে যে, তারা সমাজতন্ত্রের পথ থেকে সরে আসবে না। নতুন করে কোনো কর্তৃত্ববাদ বা পশ্চিমা বিশ্বের পুঁজিবাদী রাজনৈতিক ব্যবস্থা চীনের জন্য যথাযথ নয় বলেও জানিয়েছে তারা।

সম্মেলনে দেশটির আইনসভার গুরুত্বপূর্ণ সদস্য উ বানগু বলেছেন, চীনের অবশ্যই সমাজতান্ত্রিক ভাবধারা ধরে রাখা এবং পুঁজিবাদী পশ্চিমা বিশ্বের রাজনৈতিক ব্যবস্থার সাথে এর পার্থক্য বোঝা প্রয়োজন।

তিনি আরো বলেন, যদি চীনকে সাম্প্রতিক বছরগুলোতে অনেক বেশি শক্তিশালী ও অর্থনৈতিক উন্নতি করতে হয় তাহলে আমাদের সমাজতান্ত্রিক দলের রাজনীতির যে কোনো সমালোচনা ও বহিঃপরামর্শ শক্তভাবে পরিত্যাগ করতে হবে। এবং তিনি দেশেও সবাইকে জনগণের শক্তির উপরই নির্ভর করতে বলেন এবং এর উপরই সঠিক উন্নয়নের পথ নিহিত বলে জানান।

চলতি বছরে চীনের আইন প্রণেতাগণ দেশটির সামাজিক ও সাংস্কৃতিক খাতগুলোতে কাজ করছে বলে জানান উ। এছাড়া সামাজিক দৃষ্টিকোণ থেকে আইন প্রণেতা কমিটি জনগণের জন্য একটি মানসিক স্বাস্থ্য উন্নয়ন আইন বিষয়ে আলাপ আলোচনা করছে বলেও জানান।

২০১২ সালকে চীনের জন্য অতিগুরুত্বপূর্ণ বছর আখ্যায়িত করে উ বলেন, প্রতি পাঁচ বছর অন্তর অন্তর অক্টোবরে অধিকাংশ রাজনৈতিক দলে নেতৃত্বের পরিবর্তন হয়। তাই তিনি চীনের জনগণকে এ ব্যাপারে সতর্ক থাকতে পরামর্শ দেন।

ই বানগু চীনের ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সদস্য।

বাংলাদেশ সময় : ০০৩২ ঘণ্টা, মার্চ ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।