ঢাকা : নতুন আবিষ্কৃত সাড়ে ১৩ হাজার কেজি ওজনের বাঙ্কার বিধ্বংসী বোমা দিয়ে যুক্তরাষ্ট্র ইরান আক্রমণ করতে পারে বলে আভাস দিয়েছে পেন্টাগন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ভিত্তিক ডিফেন্স নিউজ ডট কম একটি মার্কিন নিরাপত্তা বিষয়ক অনুষ্ঠানে দেশটির বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল হারবার্ট চারলিসলি এ কথা জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে।
চারলিসলি বলেন, নতুন আবিষ্কৃত এই বোমাটি একটি দারুন অস্ত্র। বিশেষ করে ইরানের মত দেশগুলোতে হামলার জন্য যারা মূলত মাটির নিচে তাদের পরমাণু স্থাপনা গড়ে তুলেছে। বর্তমানে যুক্তরাষ্ট্র এটিকে আরো উন্নত করার কাজ চালিয়ে যাচ্ছে এবং তেমন কোনো পরিস্থিতি তৈরি হলে তারা এটি ব্যবহার করবে বলে জানিয়েছেন চারলিসলি।
যুক্তরাষ্ট্রের নতুন আবিষ্কৃত এই সাড়ে ১৩ হাজার কেজি ওজনের বোমাটি ২শ ফুট বা ৬৫ মিটার গভীর কনক্রিটের ব্যাঙ্কারও ধ্বংস করতে সক্ষম বলে জানিয়েছেন চারলিসলি।
বাংলাদেশ সময় : ০০২৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১২