ঢাকা : ফিলিস্তিনে দখলদার ইসরায়েল শুক্রবার অবরুদ্ধ গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়ে শিশুসহ কমপক্ষে ১১ ফিলিস্তিনিকে হত্যা করেছে। হামলায় এসময় আরো বহু ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।
গাজায় ইসরায়েলি বাহিনী ভিন্ন ভিন্ন টার্গেটে পৃথক পৃথক হামলা চালায়। শুক্রবারের সর্বশেষ হামলায় ইসরায়েলি অ্যাপাচি হেলিকপ্টার থেকে ছোঁড়া রকেট গাজার একটি বাড়ি ও একটি গাড়িতে আঘাত হানলে ৩ জন মারা যান।
সশস্ত্র ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ ইসলামিক জিহাদের সামরিক শাখা `আল-কুদস ব্রিগেড’ জানিয়েছে ইসরায়েলি হামলায় তাদের ৬ জন সদস্য মারা গেছেন। এক বিবৃতিতে তারা জানায়, গাজার পূর্বে সংঘটিত হামলায় ওবেইদ আল ঘারাবি, মোহাম্মদ হারারা, হাজেম কুরেক এবং সাদি সেকালি মারা গেছেন। এছাড়া তাদের অপর দুই সদস্য ফায়েক সাদ এবং মোয়াতেসেম হাজাজ অপর একটি হামলায় নিহত হয়েছেন।
এর আগে ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধ আন্দোলন পপুলার রেজিস্ট্যান্স কমিটি বা পিআরসি’র নেতা জুহাইর আল কাইসি এবং তার ঘনিষ্ঠ সহচর মাহমুদ আল হান্নানিকে উদ্দেশ্য করে হামলা চালানো হয়। হান্নানি ইসরায়েলি কারাগার থেকে ৫ বছর আগে ছাড়া পেয়েছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান ইসরায়েলি ড্রোন থেকে পরিচালিত হামলায় আল কায়সির গাড়ি সম্পূর্ণ ভাবে বিধ্বস্ত হয়।
ইসরায়েলি যুদ্ধবিমানগুলো গাজার বিভিন্ন সামরিক প্রশিক্ষণ শিবিরেও হামলা চালায় । তবে শিবিরগুলো ফাঁকা থাকায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এর ফলে এই অঞ্চলে ‘ঋনাত্মক পরিবেশের’ সৃষ্টি হবে। তাছাড়া এই হামলা এই অঞ্চলের সহিংসতার বৃত্তকে আরো প্রসারিত করবে বলেও জানানো হয়।
ফিলিস্তিনি ‘ওয়াফা’ সংবাদ সংস্থায় প্রচারিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
গাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হামাস এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। হামাসের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে গাজার বর্তমান স্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতিকে অস্থিতিশীল করতেই ইহুদিবাদীরা এই কাপুরুষোচিত হামলা চালিয়েছে।
এদিকে পিআরসি’র একজন মুখপাত্র গাজায় চালানো হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। তিনি এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে বলেন এই ঘৃণ্য অপরাধের জবাব দেওয়ার জন্য তাদের যোদ্ধাদের সামনে সব রাস্তাই খোলা রয়েছে ।
পিআরসি’র মুখপাত্র আবু আতায়া আরো বলেন, তাদের নেতৃত্বকে হত্যা করে ফিলিস্তিনিদের প্রতিরোধ করে স্তব্ধ করা যাবে না।
বাংলাদেশ সময় : ০৯৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০১২