ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বাশার আল আসাদের সঙ্গে কফি আনানের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০২, মার্চ ১০, ২০১২
বাশার আল আসাদের সঙ্গে কফি আনানের বৈঠক

ঢাকা : সিরিয়ার সহিংসতা বন্ধে জাতিসংঘ ও আরব লীগ কর্তৃক যৌথভাবে নিযুক্ত বিশেষ দূত কফি আনান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে বৈঠকে বসছেন। সিরিয়ার রাজধানী দামেস্কে শনিবার এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে সংবাদমাধ্যম জানিয়েছে।

সিরিয়ার প্রায় বছরব্যাপী চলমান সহিংসতা বন্ধের জন্য কূটনৈতিক পদক্ষেপের অংশ হিসেবেই বাশার আল আসাদের সঙ্গে কফি আনান বৈঠকে বসতে যাচ্ছেন বলে জানিয়েছে জাতিসংঘ ও আরব লীগ।

বৈঠককে সামনে রেখে জাতিসংঘ মহাসচিব বান কি মুন সংবাদমাধ্যমকে জানান, কফি আনান বৈঠকে সিরিয়ার সরকার ও বিরোধী উভয়পক্ষকে সহিংসতা বন্ধের জন্য অবিলম্বে অস্ত্র বিরতি কার্যকরের আহবান জানাবেন।

এদিকে সমগ্র সিরিয়ায় শুক্রবার নিরাপত্তা বাহিনী আরো ৭৭ জন বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে দাবি করেছে দেশটির সরকার বিরোধী আন্দোলনকারীরা।

এর আগে জাতিসংঘ ত্রাণ সংস্থার প্রধান ব্যারোনেস ভ্যালেরি অ্যামোস জানান, সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ পৌঁ‍ছানোর মাধ্যমে দৃশ্যপটে কিছুটা অগ্রগতি লাভ সম্ভব হলেও পরিস্থিতির উন্নয়নে আরো অনেক অগ্রগতি করতে হবে।

অবিলম্বে অস্ত্রবিরতি কার্যকর করতে বাশার আল আসাদের প্রতি চাপ দিতেও কফি আনানের প্রতি আহবান জানান জাতিসংঘ মহাসচিব বান কি মুন।
 
তিনি বলেন, যদি অস্ত্রবিরতি চুক্তি সম্ভব না হয় তবুও সরকারি বাহিনীকে অবশ্যই প্রথমে থামতে হবে। এরপর বিরোধী পক্ষকেও এই অস্ত্র বিরতি মানতে হবে বলেও জানান তিনি।

কফি আনান সিরীয় পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মোয়াল্লেমের সঙ্গেও দেখা করবেন বলে জানিয়েছেন বান কি মুন। রোববার সিরিয়া ত্যাগের পর কফি আনান দেশটির সরকারবিরোধী পক্ষের সঙ্গে আলোচনা শুরু করবেন।

এদিকে জাতিসংঘ সহিংসতা বন্ধে সংলাপের আহবান জানালেও সরকার বিরোধীরা প্রেসিডেন্ট আসাদের সঙ্গে আলোচনার যে কোন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

বাংলাদেশ সময়  : ১৩৩৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।