ঢাকা : লে. জেনারেল জহির উল ইসলামকে পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টিলিজেন্স বা আইএসআইর পরবর্তী প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান সরকার।
তিনি বর্তমান আইএসআই প্রধান লে. জেনারেল সুজা পাশার স্থলাভিষিক্ত হবেন ।
শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী সৈয়দ ইউসুফ রাজা গিলানি ইন্টার সার্ভিস ইন্টিলেজেন্সের নতুন মহাপরিচালক হিসেবে লে. জেনারেল জহির উল ইসলামকে নিয়োগ দিয়েছেন। ’ বিবৃতিতে এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
বর্তমান সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির সঙ্গে পরার্মশ করেই পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে প্রভাবশালী এই প্রতিষ্ঠানের প্রধান হিসেবে জেনারেল ইসলামকে নিয়োগ দেন বলে জানায় সংবাদমাধ্যম।
জেনারেল ইসলাম বর্তমানে করাচিতে অবস্থিত পাকিস্তান সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ৫ম কোরের কমান্ডার। আগামী ১৮ মার্চ লে. জেনারেল পাশার চাকরির মেয়াদ শেষ হলে পরবর্তী ৩ বছরের জন্য আইএসআইর প্রধান হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
এর আগে ২০১০ সালে বর্তমান সেনাপ্রধানের অনুগত হিসেবে পরিচিত জেনারেল সুজা পাশার চাকরির মেয়াদ ১ বছরের জন্য বাড়ানো হয়েছিলো।
এদিকে জেনারেল ইসলামের স্থানে করাচির ৫ম কোরের কমান্ডার হিসেবে লে. জেনারেল ইজাজ চৌধুরীকে নিয়োগ দেওয়া হবে বলে জানা গেছে। জেনারেল ইজাজ বর্তমানে পাকিস্তানের আধাসামরিক বাহিনী সিন্ধু রেঞ্জার্সের মহাপরিচালক।
রেঞ্জার্সের প্রধান হিসেবে দক্ষিণ ওয়াজিরিস্তানে মোতায়েনকৃত বাহিনীর কমান্ডার মেজর জেনারেল রিজওয়ান আখতারকে নিয়োগ দেওয়া হবে বলে জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময় : ১৫১৫ ঘণ্টা, মার্চ ১০, ২০১২