ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইয়েমেনে বিমান হামলায় ১০ আল কায়েদা যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৪, মার্চ ১০, ২০১২
ইয়েমেনে বিমান হামলায় ১০ আল কায়েদা যোদ্ধা নিহত

ঢাকা: ইয়েমেনের দক্ষিণে সংঘটিত এক বিমান হামলায় কমপক্ষে ১০ আল কায়েদা যোদ্ধা নিহত হয়েছেন । নিহতদের মধ্যে কয়েকজনকে নেতৃস্থানীয় বলে দাবি করেছে একটি সূত্র।



ইয়েমেনের রাজধানী সানার ৮০ মাইল দক্ষিণে অবস্থিত বায়দা শহরের নিকটবর্তী আল কায়দা অবস্থানে শুক্রবার দিনের শেষে এই হামলা চালানো হয়।

তবে স্থানীয় পুলিশ ও সেনা সূত্রগুলো দাবি করেছে, বিমান হামলায় প্রায় ২৩ জন নিহত হয়েছে। ইয়েমেনের বিমান বাহিনী এই হামলা চালিয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করলেও কেউ কেউ ধারণা করছেন যুক্তরাষ্ট্রই এই হামলার পেছনে দায়ী।

বায়দা শহরের বাসিন্দারা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন শুক্রবারের হামলা ‘আল কায়েদা আরব পেনিনসুলা’ সংশ্লিষ্ট ইয়েমেনের স্থানীয় জঙ্গি গ্রুপ ‘আনসার আল শরিয়া’র  একটি ঘাঁটি উদ্দেশ্য করে পরিচালিত হয়।

ইয়েমেনের নতুন প্রেসিডেন্ট হিসেবে আব্দ-রাব্বুহ মনসুর হাদি শপথ নেওয়ার এক সপ্তাহের মধ্যে শুক্রবারের এই বিমান হামলা সংঘটিত হলো। শপথ নেওয়ার পর তিনি আল কায়েদার বিরুদ্ধে লড়াইয়ের জন্য নতুন পরিকল্পনা নেওয়ার কথা ঘোষণা করেছিলেন।

যুক্তরাষ্ট্র ইয়েমেনে আল কায়েদার ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলার উদ্দেশ্যে ইয়েমেনের বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

বাংলাদেশ সময়:১৫৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।