ঢাকা: পৃথিবীর আকাশে শুক্রবার দেখা গেলো শক্তিশালী সৌরঝড়। সৌর ঝড়ের বর্ণময় আলোকচ্ছটা গত ৯ মার্চ তীব্রভাবে অনুভূত হলেও পরক্ষণেই তা অনেকটা ম্রিয়মান হয়ে গেছে।
গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের বুটের কাছে অল্ড গ্লেন হাইওয়ে থেকে অরোরা বর্ণালী (উত্তর গোলার্ধের উজ্জল আভা) দেখা গেছে বলে জানা গেছে।
উল্লেখ্য, সুর্যঝড় পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে বড় ধরনের প্রভাব ফেলে। এসময় শক্তিশালী সূর্য কিরণের সঙ্গে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সংঘর্ষের ফলে দৃষ্টিনন্দন আঁকাবাঁকা রঙিন রেখার সৃষ্টি হয়।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ১০, ২০১২