ঢাকা : লিবিয়াকে আধা স্বায়ত্তশাসিত অঞ্চলে বিভক্ত রাষ্ট্রে পরিণত করার বিরুদ্ধে দেশটির হাজার হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন করেছে। শুক্রবার লিবিয়ার প্রধান দু’টি শহর রাজধানী ত্রিপোলি এবং বেনগাজিতে অনুষ্ঠিত বিক্ষোভ ও র্যালিতে হাজার হাজার লিবীয় অংশ্রগ্রহণ করে।
বিক্ষোভকারীরা এ সময় লিবিয়ার অখণ্ডতা বজায় রাখার দাবিতে স্লোগান দেয় এবং আঞ্চলিক কাউন্সিলের প্রধান আহমেদ জুবায়ের আল সেনসুসির ছবিতে জুতা নিক্ষেপ করে।
শুক্রবার জুমার নামাজের পর রাজধানী ত্রিপোলি ও পূর্বাঞ্চলীয় প্রধান শহর বেনগাজিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে গত মঙ্গলবার লিবিয়ার পূর্বাঞ্চলীয় স্থানীয় উপজাতীয় ও সশস্ত্র মিলিশিয়া গ্রুপের নেতারা একত্রিত হয়ে লিবিয়ার তেল সমৃদ্ধ পূর্বাঞ্চলকে নিয়ে একটি আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গঠনের ঘোষণা দেয়।
এদিকে আঞ্চলিক কাউন্সিলের প্রধান জুবায়ের আল সেনসুসি এক সাক্ষাৎকারে বলেছেন, সাইরেনিকা নামে অভিহিত নতুন আধা স্বায়ত্তশাসিত অঞ্চল গঠনের ব্যাপারে তিনি দেশের নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত।
এর আগে বুধবার লিবিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে লিবিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুস্তাফা আবদেল জলিল এ ব্যাপারে আলোচনায় বসার ডাক দিয়েছেন । তবে তিনি সর্তক করে দিয়ে বলেন, প্রয়োজন হলে দেশের সংহতি শক্তিপ্রয়োগের মাধ্যমে রক্ষা করা হবে।
বাংলাদেশ সময় : ১৭৪০ ঘণ্টা, মার্চ ১০, ২০১২