ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কান্দাহার ম্যাসাকার: দায়ী মার্কিন সেনাকে কুয়েতে প্রেরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৩, মার্চ ১৫, ২০১২
কান্দাহার ম্যাসাকার: দায়ী মার্কিন সেনাকে কুয়েতে প্রেরণ

ঢাকা: নারী ও শিশুসহ ১৬ বেসামরিক আফগানকে নৃশংসভাবে হত্যার জন্য দায়ী সেই মার্কিন সেনাকে তড়িঘড়ি করে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাকে কুয়েতের একটি মার্কিন ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে কর্তৃপক্ষ।



এখনো নাম প্রকাশ না করা ওই সেনার বিচার অন্য কোনো দেশে অনুষ্ঠিত হতে পারে বলে আভাস দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

ওই সেনাকে গত বুধবার বিকেল পর্যন্ত কান্দাহারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে রাখা হয়। তাকে কুয়েতে নেওয়ার ব্যাপারে পেন্টাগনের মুখপাত্র জানান, আফগানিস্তানে বন্দিদের রাখার মতো পর্যাপ্ত ব্যবস্থা নেই।

উল্লেখ্য, ওই সেনার বিচার আফগানিস্তানেই করার দাবি জানিয়ে আসছিল আফগান পার্লামেন্টের সদস্যরা।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লিও প্যানেট্টা আভাস দিয়েছিলেন, অভিযুক্ত হলে ওই সেনাকে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে।

এ ঘটনাকে কেন্দ্র করে ইতোমধ্যেই আফগানিস্তানজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এর জেরে মার্কিন-আফগান সম্পর্কেও টানপোড়েন চলছে।

এই উত্তেজনাকর পরিস্থিতিতেই গত মঙ্গলবার আফগানিস্তান সফরে যান লিও প্যানেট্টা। তার সফরকালেই ওই সেনাকে কুয়েতে সরিয়ে নেওয়া হয় বলে জানা গেছে।

তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর আফগানিস্তান সফরও নির্বিঘ্ন হয়নি। বুধবার হেলমান্দ প্রদেশের ব্রিটিশ ঘাঁটি ক্যাম্প বেসনের রানওয়েতে রাখা লিও প্যানেট্টাকে বহনকারী বিমানের দিকে ন্যাটোর একটি পিকআপ দ্রুতগতিতে যাওয়ার চেষ্টা করে।

তবে ট্রাকটি একটি খাদে আছড়ে পড়ে এবং এতে আগুন ধরে যায়। পিকআপের চালককে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে গ্রেফতার করা হয়।

পিকআপটি ছিনিয়ে নেওয়ার সময় একজন ন্যাটো সদস্য আহত হন। তবে এ সময় ঘটনাস্থলে লিও প্যানেট্টা উপস্থিত ছিলেন না বলে জানায় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২

সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর, জাহাঙ্গীর আলম নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।