ঢাকা: সিরীয় সরকার বিরোধীদের ওপর দমন নিপীড়নের মাত্রা বাড়িয়ে দেওয়ার প্রতিবাদে দামেস্ক দূতাবাস বন্ধ করে দিয়েছে সৌদি আরব।
সৌদি কর্তৃপক্ষ বৃহস্পতিবার জানিয়েছেন, গত বুধবার তারা দামেস্ক দূতাবাসের সব কূটনীতিক এবং কর্মকর্তাদের প্রত্যাহার করেছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে বিক্ষোভকারীদের বড় সমর্থক দেশ সৌদি আরব। আসাদ বিরোধীদের আন্তর্জাতিক সাহায্য, ক্ষতিগ্রস্তদের জরুরি ত্রাণ সহায়তা এবং বিক্ষোভকারীদের অস্ত্র সরবরাহ দেওয়ার জন্য জোর প্রচারণা চালাচ্ছে দেশটি।
উল্ল্যেখ, গত মাসে দামেস্কতে আরব লিগের সব দেশের দূতাবাস বন্ধ করে দেওয়ার প্রস্তাব করে উপসাগরীয় দেশগুলোর সংগঠন গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসি। জিসিসি’র সদস্য রাষ্ট্রগুলো হলো- সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত।
প্রসঙ্গত, সৌদি আরবের সবচে বড় আঞ্চলিক শত্রু ইরান। সেই হিসেবে ইরানের মিত্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সৌদির শত্রু।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর, জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর