ঢাকা: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণে ১৩ বেসামরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৯ শিশু এবং ৪ নারী রয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, দিরাবুদ জেলায় এ ঘটনা ঘটেছে। নিহতরা সবাই একটি গাড়ির আরোহী ছিল।
পার্শ্ববর্তী হেলমান্দ প্রদেশে গত বুধবার একই ধরনের ঘটনায় ৮ জন নিহত হয়। এ সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লিও প্যানেট্টা কাবুলে অবস্থান করছিলেন।
ঘটনার দায় কেউ স্বীকার না করলেও তালেবানকেই এর জন্য দায়ী করেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর, জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর