ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন ১৯ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
মালয়েশিয়ায় সাধারণ নির্বাচন ১৯ নভেম্বর

মালয়েশিয়ায় সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৯ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

এটি দেশটির ১৫তম সাধারণ নির্বাচন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে ১৯ নভেম্বর নির্বাচনের ঘোষণা দেন মালয়েশিয়ার ইসি চেয়ারম্যান আবদুল গণি সালেহ।

তিনি বলেন, আগামী ৫ নভেম্বর প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচনী প্রচারের সময় নির্ধারণ করা হয়েছে ১৮ তারিখ রাত ১১টা ৫৯ পর্যন্ত। অর্থাৎ, প্রার্থীরা ১৫ দিন নির্বাচনের সময় পাবেন।

মালয়েশিয়ার সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৩ সালের সেপ্টেম্বরে। কিন্তু দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা কাটিয়ে উঠতে চলতি মাসের শুরুতে পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দেন বর্তমান প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।

বর্ষা মৌসুমে নির্বাচন আয়োজনে ভোটার উপস্থিতি কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে দেশটিতে।

সূত্র: সিএনবিসি

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।