ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

আন্তর্জাতিক

মায়ের প্রিয় ১৪টি ঘোড়া বেচে দিলেন রাজা চার্লস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, অক্টোবর ২৬, ২০২২
মায়ের প্রিয় ১৪টি ঘোড়া বেচে দিলেন রাজা চার্লস

মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া ঘোড়াগুলোর মধ্য থেকে ১৪টি ঘোড়া বেচে দিয়েছেন ব্রিটেনের রাজা চার্লস।  

বিবিসি জানিয়েছে, ১৪টি ঘোড়া গত সোমবার বিক্রি করেছেন রাজা।

এগুলো সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের খুব প্রিয় ছিল।  

নিলাম সংস্থা টেটারসলসের মাধ্যমে ঘোড়াগুলো বিক্রি করা হয়।  

ঘোড়া এবং ঘোড়দৌড় নিয়ে প্রয়াত রানির উৎসাহের ব্যাপারে সবারই জানা। তার ঘোড়াগুলো অংশ নিত নানা ঘোড়দৌড়ে। এপসম ডার্বির ঘোড়দৌড়ের অনুষ্ঠানে প্রতিবারই যোগ দিতেন রানি দ্বিতীয় এলিজাবেথ।  

টেটারসলসের মুখপাত্র জিমি জর্জ অবশ্য দাবি করেছেন, ঘোড়া বিক্রির ঘটনা অস্বাভাবিক কিছু নয়। প্রতিবছরই রাজপরিবার থেকে কিছু ঘোড়া বিক্রি করে দেওয়া হয়।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।