ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

খেরসনে তুমুল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, দাবি ইউক্রেনের 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
খেরসনে তুমুল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া, দাবি ইউক্রেনের 

দক্ষিণ ইউক্রেনের খেরসন অঞ্চলে তুমুল যুদ্ধের প্রস্তুতই নিচ্ছে রাশিয়া। ইউক্রেনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এমনটি দাবি করেছেন।

মঙ্গলবার(২৫ অক্টোবর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেস্কি আরেসটোভভিচ এক ভিডিওবার্তায় জানান,  ইউক্রেনীয় সেনাদের পাল্টা আক্রমণ ঠেকাতে তুমুল যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।

তিনি বলেন, খেরসনের সবকিছু পরিষ্কার। রাশিয়ার সেনারা সেখানে আবার জড়ো হয়ে শক্তিশালী অবস্থান নিচ্ছেন। তার মানে কেউ সেখান থেকে পিছু হটার জন্য প্রস্তুত নয়। খেরসনে তীব্র যুদ্ধ হতে যাচ্ছে।

ইউক্রেন যুদ্ধের শুরুতেই খেরসন দখল করে রাশিয়া। তবে সম্প্রতি ইউক্রেনে বাহিনী ওই অঞ্চলের কয়েকটি এলাকা পুনরুদ্ধার করে। এতে পিছু হটে রুশ সেনারা। পাশাপাশি দিনিপ্রো  নদীর পশ্চিম তীরে তাদের আটকা পড়ার ঝুঁকি রয়েছে। এ জন্যই রুশ সেনারা খেরসনে বড় হামলা চালাতে চায় বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা।  

সূত্র: আল জাজিরা

বাংলাদেশ সময়: ১৫৪৫ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
ইআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।