ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকোতে বৈধতা পেল সমলিঙ্গের বিয়ে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
মেক্সিকোতে বৈধতা পেল সমলিঙ্গের বিয়ে

সমলিঙ্গের বিয়েকে বৈধতা দিল মেক্সিকো। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

 

মেক্সিকোর অন্যান্য রাজ্যগুলোতে সমলিঙ্গের বিয়ে বৈধতা পেলেও ব্যতিক্রম ছিল তামাউলিপাস রাজ্য। গত বুধবার (২৬ অক্টোবর) এই রাজ্যটিতেও সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেওয়া হয়েছে। আর তাই পুরো মেক্সিকোজুড়েই এখন সমলিঙ্গের বিয়ে বৈধ।   

মেক্সিকোর বেশিরভাগ জনগণই ক্যাথলিক খ্রিস্টান ধর্মাবলম্বী। ২০১০ সালে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে সমকামীরা প্রকাশ্যে বিয়ে করেন।  

২০১৫ সালে মেক্সিকো সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়, সমলিঙ্গের বিবাহের ওপর রাজ্যগুলোর নিষেধাজ্ঞা অসাংবিধানিক ছিল। এরপরই রাজ্যগুলো এ বিয়েতে বৈধতা দিতে শুরু করে।  

তামাউলিপাস রাজ্যের সংসদ সদস্য ন্যাশনাল অ্যাকশন পার্টির (পিএএন) ন্যানসি রুইজ বলেন, কোনো প্রথম বা দ্বিতীয় শ্রেণীর মানুষ নেই, সব মানুষের এই অধিকার ভোগ করা উচিত।  

চলতি বছরই মেক্সিকোর সাতটি রাজ্যে সমলিঙ্গের বিয়েকে বৈধতা দেওয়া হয়। এরমধ্যে তিনটি বৈধতা দিয়েছে গত দুই সপ্তাহে।  

সূত্র: এএফপি

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।