ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জ্বালানি তেলের মূল্য একমাসে দু’বার বাড়ালো চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, মার্চ ২০, ২০১২
জ্বালানি তেলের মূল্য একমাসে দু’বার বাড়ালো চীন

ঢাকা : বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি পাওয়ার কারণে এক মাসে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করল চীন। মূল্য বৃদ্ধির অংশ হিসেবে চীনে পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে প্রায় ৬ শতাংশ।

ডিজেলের ক্ষেত্রেও ৭ শতাংশ মূল্যবৃদ্ধি পেয়েছে।

ইরানের পরমাণু ইস্যুকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে অস্থিরতা বৃদ্ধির কারণে বিশ্বব্যাপী তেলের মূল্য বেড়ে গেছে। এর প্রভাবেই চীন মূল্যবৃদ্ধি করতে বাধ্য হল বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্তের ফলে চীনের অভ্যন্তরীণ বাজারে জ্বালানি সরবরাহ সহজ হবে বলে আশা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এছাড়া এর মাধ্যমে স্থানীয় তেল পরিশোধনকারীদের বিপুল ক্ষতি পোষানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে চীনে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চীন সরকারকে এ ব্যাপারে খুব একটা উদ্বিগ্ন বলে মনে হচ্ছে না।

বাংলাদেশ সময় : ১৭১০ ঘণ্টা, মার্চ ২০, ২০১২

সম্পাদনা : জনি সাহা, নিউজরুম এডিটর ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।