ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অন্ধ্র প্রদেশে বাস দুর্ঘটনায় ১৪ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, মার্চ ২০, ২০১২

ঢাকা : মঙ্গলবার বিকেলে ভারতের অন্ধ্র প্রদেশের খাম্মাম জেলায় একটি স্কুলবাস খালে পড়ে অন্তত ১৪ জন স্কুল শিক্ষার্থী মার‍া গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বাসটি স্থানীয় এলভি রেড্ডি স্কুলের শিক্ষার্থীদের পরিবহন করছিল বলে জানা যায়।

দুর্ঘটনায় পতিত হওয়ার সময় বাসটিতে প্রায় ৪০ শিশু ছিল বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীর‍া জানান, কোঠাগুদেম মন্ডল এলাকা দিয়ে যাওয়ার পথে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ এড়ানো চেষ্ট‍ার সময় বাসটি রাস্তার পার্শ্ববর্তী তুঙ্গারাম খালে পড়ে যায়।

দুর্ঘটনায় ১৮টি শিশু আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গত মাসেও এই রাজ্যে অনুরূপ এক দুর্ঘটনায় পূর্ব গোদাবরী জেলায় ৪টি শিশু মারা যায়। একটি স্কুলবাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময় : ১৯৫৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১২

সম্পাদনা : জনি সাহা, নিউজরুম এডিটর ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।