ঢাকা : পাকিস্তানের একটি সংসদীয় কমিশন দেশের অভ্যন্তরে মার্কিন ড্রোন হামলা বন্ধ করার দাবি জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্ম্পক পুনঃবিবেচনা করার জন্যও কমিশনের পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার পাকিস্তানের পার্লামেন্টে এ বিষয়ে একটি ঘোষণা দেওয়া হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান সম্পর্ক নতুন করে পর্যালোচনার জন্য পার্লামেন্টে এ সময় একটি বির্তকও অনুষ্ঠিত হয়।
গত বছর নভেম্বর মাসে আফগানিস্তান সীমান্তে অবস্থিত পাকসীমান্ত চৌকিতে হামলা চালিয়ে ২৪ পাকিস্তানি সেনাকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটে। পরিবর্তিত পরিস্থিতিতে এই উদ্যোগ কতটুকু সার্থক হবে তাই এখন দেখার বিষয়।
বাংলাদেশ সময় : ২০১৫ ঘণ্টা, মার্চ ২০,২০১২
সম্পাদনা : জনি সাহা, নিউজরুম এডিটর ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর