ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কাশ্মীরে প্রলয়ঙ্করী ঝড়ে ৩ জনের প্রাণহানি, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫১, মার্চ ২১, ২০১২
কাশ্মীরে প্রলয়ঙ্করী ঝড়ে ৩ জনের প্রাণহানি, আহত ২০

ঢাকা : কাশ্মীর উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ভয়াবহ ঝড়ে কমপক্ষে তিন জনের প্রাণহানি ও ২০ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুরো অঞ্চলের প্রায় ১০ হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে বলে বুধবার কর্মকর্তারা জানিয়েছেন।



শ্রীনগরের বাসিন্দা আসিক ভারতীয় এক গণমাধ্যমকে বলেছেন, ‘আমি জীবনে এরকম ঝড় দেখিনি। আমার সব গেছে। ’

অন্য এক অধিবাসী বলেন, ‘আমরা ধরেই নিয়েছিলাম এটাই আমাদের শেষ দিন। এখানে খাবার পানি নেই, বিদ্যুৎ নেই। ’

স্থানীয় প্রশাসনের একজন মুখপাত্র জানিয়েছেন, গন্দারবাল জেলায় কংগনের বাসিন্দা মোহাম্মদ মকবুল মাগরের ওপর চিনার গাছ উপড়ে পড়ে গেলে তিনি ঘটনাস্থলেই মারা গেছেন।

এখন পর্যন্ত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তীব্র বেগে ঝড়োহাওয়া বয়ে যাওয়ার কারণে উপত্যকাজুড়েই কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ওই মুখপাত্র জানিয়েছেন, গত রাত পর্যন্ত বাতাসের বেগ ৩০ নটিক্যাল মাইল পর্যন্ত ছিল।

এদিকে চরমভাবাপন্ন আবহাওয়ার কারণে নিরাপত্তার স্বার্থে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তার টুইটার পেজে লিখেছেন, ঝড়ো-হাওয়া থেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নির্ধারণ করা হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময় : ১০৩৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।