ঢাকা : ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্বের জেরে গত বছর আগের তুলনায় অনেক বেশি ফিলিস্তিনি বেসামরিক নিহত হয়েছে। জেরুজালেমভিত্তিক মানবাধিকার সংগঠন B’Tselem এ তথ্য জানিয়েছে।
সংগঠনটি তাদের বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে, ২০১১ সালে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী গাজা উপত্যকায় ১০৫ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এদের মধ্যে ৩৭ জন নিরীহ বেসামরিক মানুষ ছিলেন তা নিশ্চিত হওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এটা একটা নিষ্ঠুরতারই চিত্র। তবে এটা এ কারণে নয় যে এটা কোনো নাটকীয় ঘটনা বা পরিস্থিতির আকস্মিক অবনতি, বরং নিয়মিত ঘটনার সঙ্গে তুলনায় এ সংখ্যা ভীতিকর।
২০১১ সালে ইসরায়েল গাজা উপত্যকা এবং পশ্চিত তীর দখলের ৪৫তম বার্ষিকী পার করল। ধারণা করা হয়েছিল সেই সময়কার পরিস্থিতি বেশি দিন স্থায়ী হবে না কিন্তু এখনো তা অপরিবর্তিতই রয়ে গেছে।
১৯৬৭ সালে আলোচিত ছয় দিনের যুদ্ধে ইসরায়েল পশ্চিমতীর, গোলান উপত্যকা, আরব অংশের পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা দখল করে নেয়। তবে ২০০৫ সালে তারা গাজা থেকে অবৈধভাবে বসতিস্থাপনকারী এবং সেনাদের সরিয়ে নেয়। তবে তারা এখনো অন্য অংশ কমবেশি নিয়ন্ত্রণে রেখেছে।
৬৩ পৃষ্ঠার ওই প্রতিবেদনে B’Tselem আরো জানিয়েছে, ২০১০ সালে গাজায় নিহতের ঘটনা ঘটেছে ৬৮টি যার মধ্যে ১৮টির মধ্যে কোনো প্রকার হিংসাত্মক ব্যাপার ছিল না।
সংগঠনটির পরিচালক জেসিকা মোনটেল বলেছেন, ‘সামরিক দখলদারিত্বের সঙ্গে মানবাধিকার লঙ্ঘন ওতপ্রোতভাবে জড়িত। ইসরায়েলের দখলদারিত্ব দীর্ঘায়িত করার স্বভাব সেখানে মানবাধিকার লঙ্ঘন আরো উসকে দিচ্ছে। ’
তবে গত বছর ইসরায়েলিরাও যে হামলার শিকার হয়নি তা নয়। ২০১১ সালের জানুয়ারি এবং ডিসেম্বরে পশ্চিমতীরে অবৈধভাবে বসতিস্থাপনকারী ১১ জন বেসামরিক নিহত হয়েছে।
বাংলাদেশ সময় : ১১০০ ঘণ্টা, মার্চ ২১, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর