ঢাকা : চীনের সৌরপ্যানেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর আমদানি শুল্ক ধার্য করেছে যুক্তরাষ্ট্র। এসব প্রতিষ্ঠান সরকারের কাছ থেকে অন্যায্যভাবে ভর্তুকি পাচ্ছে বলে অভিযোগ তোলার পরেই এমন সিদ্ধান্ত নিল দেশটি।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য দফতর জানিয়েছে, এখন থেকে চীনা সৌরপ্যানেল রফতানিকারকদের ২.৯ থেকে ৪.৭৩ শতাংশ হারে শুল্ক দিতে হবে।
উল্লেখ্য, ২০১১ সালে যুক্তরাষ্ট্র চীন থেকে প্রায় ৩১০ কোটি মূল্যমানের সৌর কোষ আমদানি করেছে। চীনে এসব প্যানেল সস্তায় তৈরি হওয়ার কারণে যুক্তরাষ্ট্রে এর দাম গত বছর ৩০ শতাংশ কমে গিয়েছিল।
চীনের সানটেক কোম্পানি সৌরপ্যানেল উৎপাদনে বিশ্বের সবচে বড় প্রতিষ্ঠান। এখন এই কোম্পানিকে যুক্তরাষ্ট্রে ব্যবসা করতে হলে ২.৯ শতাংশ আমদানি শুল্ক দিতে হবে।
চ্যাংঝু ত্রিনা সোলার এনার্জি নামে অপর কোম্পানিকে দিতে হবে ৪.৭৩ শতাংশ শুল্ক। আর বাকি সব কোম্পানিকে দিতে হবে ৩.৬১ শতাংশ আমদানি শুল্ক।
বাণিজ্য দফতরে আরো জানিয়েছে, এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে জুনে।
তবে চীনা কোম্পানিগুলো অন্যায্য সরকারি ভর্তুকি পাওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে বলেছে, শুধু আমরাই সরকারি সহায়তা পাই তা নয়। যুক্তরাষ্ট্র তার নাগরিকদের এসব সৌরপ্যানেল স্থাপনে উৎসাহিত করতে ভর্তুকি দেয়।
চীনও ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতার ব্যাপারে তারা নিজেরা একটি তদন্ত করবে।
বাংলাদেশ সময় : ১২৩০ ঘণ্টা, মার্চ ২১, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর