ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

প্যারিসে ইন্দোনেশিয়া দূতাবাসের কাছে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩২, মার্চ ২১, ২০১২
প্যারিসে ইন্দোনেশিয়া দূতাবাসের কাছে বিস্ফোরণ

ঢাকা : ফ্রান্সের রাজধানী প্যারিসে ইন্দোনেশিয়া দূতাবাসের খুব কাছে বুধবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দূতাবাসের জানালার কাচ ভেঙে গেলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।



ইন্দোনেশিয়ার রাজনীতি ও নিরাপত্তা বিষয়ক মন্ত্রী দিজেকো সুয়ান্তো এ খবর নিশ্চিত করেছেন।

ফরাসি পুলিশের একটি সূত্র জানিয়েছে, বিস্ফোরকটি প্রথম দেখতে পান দূতাবাসেরই একজন কর্মকর্তা। তিনি সেটি দূতাবাস ভবন থেকে সরিয়ে ফেলেন। আর পরেই এটির বিস্ফোরণ ঘটে।

ইন্দোনেশিয়া দূতাবাস ফ্রান্সের রু কোরতামবার্ত শহরে অবস্থিত। ফ্রান্সের অভিজাত ১৬টি জেলার মধ্যে এটি একটি।

বোমাটি একটি গ্যাস সিলিন্ডারের সঙ্গে যু্ক্ত ছিল। বিস্ফোরণের পর দূতাবাসের জানালার কাচ ও পাশের কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারতি নাতালেগাওয়া।

উল্লেখ্য, গত সোমবার ফ্রান্সের তুলুসে শহরে একটি ইহুদি ধর্মীয় স্কুলে গুলিতে দুই শিশুসহ চারজন নিহত হয়। এর কয়েক দিন আগে একই স্থানে বন্দুকধারীর গুলিতে চার সেনা নিহত হয়।

বাংলাদেশ সময় : ১৪২৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।