ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সোমালিয়ায় গাড়ি বোমা হামলা, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, মার্চ ২১, ২০১২
সোমালিয়ায় গাড়ি বোমা হামলা, আহত ২

ঢাকা : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় ২ জন আহত হয়েছে।

বুধবার মোগাদিসুর কেন্দ্রস্থলে ব্যস্ততম এলাকা মাকা আল মুকাররমের রাস্তায় এই বোমা বিস্ফোরণ হয়।



পুলিশ এ ঘটনার সাথে জড়িত ৪ সন্দেহভাজনকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাকা আল মুকাররমের রাস্তায় বোমাটি বিস্ফোরিত হবার সাথে সাথে পুলিশ সন্দেহভাজনদের উপর গুলি চালিয়ে তাদের আটক করে।

এদিকে পুলিশ জানিয়েছে, তারা গাড়ি বোমাটি বিস্ফোরণ হবার কয়েক সেকেন্ডের মধ্যেই প্রথমে রিমোট কন্ট্রোলসহ এক ব্যক্তিকে আটক করে। পরবর্তীতে এর সাথে জড়িত সন্দেহে আরো ৩ জনকে আটক করা হয়।

এ ঘটনার দায় এখনো কেউ স্বীকার না করলেও দেশটির জঙ্গি গ্রুপ আল সাবাবকেই দায়ী করছে সবাই।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১২

সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।