ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্ত সফরে ওবামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, মার্চ ২১, ২০১২
উত্তর ও দক্ষিণ কোরিয়া সীমান্ত সফরে ওবামা

ঢাকা : দক্ষিণ কোরিয়া সীমান্তের বেসামরিক এলাকা সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সিউলে অনুষ্ঠিতব্য পরমাণু সম্মেলনের আগে আগামী রোববার তিনি উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যবর্তী এই সীমান্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন তিনি।

   

ওবামার এই সীমান্ত সফর এমন একটি সময়ে সফর করছেন যখন উত্তর কোরিয়া তথা পিয়ংইয়ং আগামী মাসে তাদের নেতা কিম ইল জং এর জন্মবার্ষিকীতে জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রকেট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে।

ওবামার এই সফরের মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ার প্রদি মার্কিন সমর্থনের বিষয়টি প্রত্যক্ষ হয়ে উঠবে বলেই জানিয়েছে হোয়াইট হাউজ।

এদিকে ওবামার এই সফরকে কেন্দ্র করে দক্ষিণ কোরিয়া তাদের সীমান্তে সৈন্য সংখ্যা বৃদ্ধি করেছে। ইতোমধ্যে ওই অঞ্চলে ২৮ হাজারেরও বেশি মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে।

পরস্পর শত্রুভাবাপন্ন দুই কোরিয়ার মধ্যে তিন বছরের সংঘাতের পর ১৯৫৩ সালে অস্ত্রবিরতি হলেও কোনো শান্তিচুক্তি না হওয়ায় এখনো তারা টেকনিক্যালি যুদ্ধ চালিয়ে যাচ্ছে। মর্কিন যুক্তরাষ্ট্রেরও বেশ কিছু সৈন্য দক্ষিণ কোরিয়ায় রয়েছে।

দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যকার প্রায় আড়াই মাইল দৈর্ঘ্যের বেসামরিক সীমান্ত এলাকা পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত সীমান্ত এলাকাগুলোর একটি। ১৯৯০ সালে এই এলাকা সফরের সময় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন একে পৃথিবীর সবচেয়ে গোপন জায়গা বলে মন্তব্য করেছিলেন।

উল্লেখ্য, আগামী সোমবার সিউলে বিশ্বের ৫৩টি দেশের রাষ্ট্রপ্রধানরা ৩ দিনের পরমাণু সুরক্ষা সম্মেলনে মিলিত হবেন।

সেখানে বারাক ওবামার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মাউং বাকের সাথে বৈঠকের কথা রয়েছে।

এছাড়া চীনের প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সঙ্গেও ওবামার পিয়ংইয়ং এর পরমাণু কর্মসূচিতে প্ররোচণা দেওয়ার বিষয়টি নিয়ে বৈঠকে বসবার কথা রয়েছে।

বাংলাদেশ সময় : ১৬৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০১২

সম্পাদনা : সুমন মজুমদার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।