ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মার্কিন নিষেধাজ্ঞা থেকে জাপান ও ইইউভুক্ত ১০ রাষ্ট্রের অব্যাহতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫০, মার্চ ২১, ২০১২
মার্কিন নিষেধাজ্ঞা থেকে জাপান ও ইইউভুক্ত ১০ রাষ্ট্রের অব্যাহতি

ঢাকা : ইরানি তেল আমদানি কমিয়ে দেওয়ার কারণে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পাচ্ছে জাপান এবং ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত ১০টি দেশ।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের পর এই দেশগুলো ইরান থেকে তেল আমদানি কমিয়ে দেওয়ার কারণে যুক্তরাষ্ট্র সরকার তাদের ওপর আর নিষেধাজ্ঞা আরোপ করবে না বলে জানিয়েছে সংবাদমাধ্যম।



২০১১’র ডিসেম্বরে মার্কিন কংগ্রেস ইরানের তেল রফতানি বাধাগ্রস্ত করার সিদ্ধান্ত নেয়। এর কৌশল হিসেবে তারা ঘোষণা করে, যেসব রাষ্ট্র মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে তেল ক্রয় অব্যাহত রাখবে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে।

জাপান ও ইইউভুক্ত দেশসমূহ ছাড় পেলেও ইরানের তেলের মূল ভোক্তা ভারত, চীন ও দক্ষিণ কোরিয়া নিষেধাজ্ঞা থেকে অব্যাহতির সুযোগ পাচ্ছে না বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

পারমাণবিক কর্মসূচির কারণে ইরান পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্রের তরফে ব্যাপক চাপের সম্মুখীন।

বাংলাদেশ সময় : ১৭৫৩ ঘণ্টা, মার্চ ২১, ২০১২

সম্পাদনা : জনি সাহা, নিউজরুম এডিটর ও রাইসুল ইসলাম নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।