ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে মঙ্গলবারের হামলা: আল কায়েদার দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২২, মার্চ ২১, ২০১২
ইরাকে মঙ্গলবারের হামলা: আল কায়েদার দায় স্বীকার

ঢাকা : মঙ্গলবার ইরাকজুড়ে সংঘটিত সিরিজ বোমা হামলার দায় স্বীকার করেছে আল কায়েদা সমর্থিত হিসেবে দাবি করা একটি ইরাকি জঙ্গি গ্রুপ। ভয়াবহ এ হামলায় এদিন ইরাকের ৮ শহরে কমপক্ষে ৪৬ ব্যক্তি নিহত হন।



বুধবার জঙ্গিদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করে বলা হয়, পরবর্তী সপ্তাহে বাগদাদে অনুষ্ঠিতব্য আরব সম্মেলনকে সামনে রেখে নেওয়া ইরাকি সরকারের নিরাপত্তা পরিকল্পনা কতটা অসাড়, ‘ইসলামিক স্টেট অব ইরাক’ তা প্রমাণ করতে চেয়েছিল। ’

মঙ্গলবার দিন জুড়ে সমগ্র ইরাকব্যাপী গুলি, বোমা হামলা এবং বিস্ফোরণে কমপক্ষে ৪৬ জন নিহত এবং আরো ২শ জন আহত হয় বলে কর্তৃপক্ষ স্বীকার করে।

ওয়েব সাইটে আরো হুঁশিয়ারি দিয়ে বলা হয় সম্মেলনকে সামনে রেখে ইরাকের ‘বোকা’ সরকারের নেওয়া সব পরিকল্পনাকে নৎসাত করতে ইরাকি আল কায়েদার ‘সুন্নি লায়ন’রা প্রস্তুত রয়েছে।

সাদ্দাম হোসেনের কুয়েত আক্রমণের পর থেকে ইরাকে আরব লীগের কোনো সম্মেলন অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ সময়ের বিরতিতে যুদ্ধ বিধ্বস্ত দেশটিতে পুনরায় আরব দেশগুলোর এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯ মার্চ।

এই সম্মেলন সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে ইরাকের বর্তমান সরকার প্রমাণ করতে চায়, তাদের অধীনে যুদ্ধ পরবর্তী ইরাক সঠিকভাবেই এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময় : ১৯১৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১২

সম্পাদনা : জনি সাহা, নিউজরুম এডিটর ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।