ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইমরানকে গুলির ঘটনায় নিহত ১, আহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
ইমরানকে গুলির ঘটনায় নিহত ১, আহত ৭

পাঞ্জাবের ওয়াজিরাবাদে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের লংমার্চে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে পাঞ্জাব পুলিশ। বিবৃতিতে বলা হয়, ওয়াজিরাবাদে লং মার্চ চলাকালীন পিটিআই চেয়ারম্যান ইমরান খানের কন্টেইনারে হামলায় সাতজন আহত হয়েছে। নিহত হয়েছেন একজন।

নিহতের নাম মুয়াজ্জাম নওয়াজ। এ ছাড়া আর কোনো তথ্য দেয়নি পাঞ্জাব পুলিশ। হামলার স্থান থেকে সন্দেহভাজন একজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।

পাঞ্জাব পুলিশের কোনো সদস্য বা মুখপাত্র এ বিষয়ে কোনো কথা বলেননি।

অবশ্য, গুজরাট আঞ্চলিক পুলিশ কর্মকর্তাদের কাছে এ ঘটনার প্রাথমিক প্রতিবেদন তলব করেছেন পাঞ্জাবের ইন্সপেক্টর-জেনারেল ফয়সাল শাহকার। এ ছাড়া পিটিআই চেয়ারম্যান ইমরান খানের উপর হামলার ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

ফয়সাল শাহকার মুখপাত্র বলেছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে।

সূত্র: ডন

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।