ঢাকা: প্রেমিকের কুমতলব টের পেয়ে ক্ষুব্ধ হয়ে এসিড ছুড়ে তার মুখ ঝলসে দিয়েছেন প্রেমিকা। ওই ব্যক্তির সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিল তার।
এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রেওয়া জেলায়। গত বুধবার স্থানীয় পুলিশ ঘটনার বিস্তারিত জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, ওই নারীকে আটক করা হয়েছে। এসিডদগ্ধ মোহিত সন্ধিলায়ার সঙ্গে তার পরকীয়া সম্পর্কের কথা তিনি স্বীকার করেছেন। সেই সঙ্গে তিনি দাবি করেছেন, তার মেয়ের ব্যাপারে মোহিতের নোংরা উদ্দেশ্য ছিল।
মোহিতের পুরো মুখ ঝলসে গেছে। গুরুতর অবস্থায় তাকে সঞ্জয় গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোহিত ওই নারীর অভিযোগ অস্বীকার করে বলেছেন, তাকে তিনি ১০ হাজার রুপি ধার দিয়েছিলেন। ওই ধারের অর্থ ফেরত চাইতে গেলে তিনি তার মুখে এসিড ছুড়ে মারেন।
বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মার্চ ২২, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর