ঢাকা : শিশু পর্নোগ্রাফির সঙ্গে জড়িত একটি চক্রকে গুঁড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়ার পুলিশ। সমগ্র অস্ট্রেলিয়া জুড়ে পরিচালিত এই অভিযানে চক্রের সঙ্গে জড়িত অন্তত ১৩ জনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে অস্ট্রেলীয় পুলিশ।
আটককৃতদের কাছ থেকে পুলিশ এসময় অনেকগুলো কম্পিউটার হার্ডওয়ার উদ্ধার করে, যেখানে শিশু পর্নোগ্রাফি সংশ্লিষ্ট অসংখ্য ভিডিও ও অন্যান্য ছবি সংরক্ষিত ছিলো। তবে ভিডিও চিত্রগুলোতে অংশ নেওয়া শিশুদের জাতীয়তা এবং ভিডিও ধারণের সঠিক স্থানগুলোকে এখনও সনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
সংবাদমাধ্যম জানিয়েছে ইন্টারপোলের থেকে নির্দেশনা পেয়ে জার্মান ভিত্তিক এই গ্রুপটির বিরুদ্ধে অভিযানে নামে অস্ট্রেলিয়ার পুলিশ।
শিশু পর্নোগ্রাফির দায়ে অভিযুক্ত হলে গ্রেফতারকৃতদের সর্বোচ্চ ১৫ বছর কারাদণ্ডের শাস্তি হতে পারে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম।
‘অপারেশন বেলফোর্ট’ নামে অভিহিত এই অভিযানে অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ ভিক্টোরিয়া, কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসের বিভিন্ন স্থানে তল্লাশি চালায়।
অভিযানকালে বিপুল পরিমাণ হার্ড ড্রাইভ, ল্যাপটপ, বহনযোগ্য স্টোরেজ ডিভাইস ও মোবাইল ফোন আটক করা হয় বলে পুলিশ এক বিবৃতিতে জানায়।
গত ডিসেম্বর থেকে এই চক্রের বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করে। আটককৃত ব্যক্তিরা ২১ থেকে ৬৪ বছর বয়সী বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময় : ১১৪৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০১২
সম্পাদনা : রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর;
জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর