ঢাকা : উত্তর কোরিয়ার বিতর্কিত রকেট উৎক্ষেপণ পরিকল্পনার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে যাচ্ছে জাপান। জাপানের প্রতিরক্ষামন্ত্রী নোয়কি তানাকা এই ঘোষণা দেন।
আগামী মাসে উত্তর কোরিয়ার দূরপাল্লার রকেট উৎক্ষেপণ পরিকল্পনার জবাবে জাপানী প্রতিরক্ষামন্ত্রী বলেছেন,‘আমি পিএসি-৩ এবং এইজিস যুদ্ধজাহাজ মোতায়েনের নির্দেশ দিয়েছি। ’
পাশাপাশি জাপানের পার্লামেন্টেও এই উৎক্ষেপণ পরিকল্পনার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করা হয়েছে।
সংবাদমাধ্যম জানিয়েছে, ওকিনাওয়া দ্বীপের অদূরে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হবে। জাপানী ভূখণ্ডের প্রতি হুমকি যেকোনো ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছে কর্তৃপক্ষ।
তবে উত্তর কোরিয়া দাবি করেছে, পৃথিবীর কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করতেই তারা এই দূরপাল্লার রকেট মহাকাশে উৎক্ষেপণ করবে।
তবে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা বিশ্বাস করে, এই উৎক্ষেপণ পরিকল্পনার আড়ালে মূলত উত্তর কোরিয়া তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে।
গত সপ্তাহে পিয়ঙইয়ঙ ঘোষণা করে, প্রয়াত নেতা কিম ইল সুংয়ের শততম জন্মদিবস উপলক্ষে তারা মহাকাশে উপগ্রহ প্রেরণ করবে।
উত্তর কোরিয়ার ঘোষণার পরপরই যুক্তরাষ্ট্র ও এর মিত্র দেশগুলো এই পরিকল্পনার ব্যাপক সমালোচনা করে। তাদের দাবি উত্তর কোরিয়ার এই পদক্ষেপ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের সুস্পষ্ট লঙ্ঘন।
আগামী এপ্রিল মাসের ১২ ও ১৬ তারিখের মধ্যবর্তী যেকোনো সময়ে এই রকেট উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছে উত্তর কোরিয়া।
পশ্চিম উপকূলীয় নর্থ পিওনগায়াঙ প্রদেশের চোলসান জেলায় অবস্থিত সোলেস উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে এই রকেট মহাকাশে নিক্ষেপ করা হবে বলে জানায় উত্তর কোরিয়া।
বাংলাদেশ সময় : ১৪০৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১২
সম্পাদনা : রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর