ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ায় দশ বাসযাত্রীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১২, মার্চ ২৩, ২০১২
সিরিয়ায় দশ বাসযাত্রীকে গুলি করে হত্যা

ঢাকা : সিরিয়ায় বৃহস্পতিবার দশ বাসযাত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে সরকার বিরোধী আন্দোলনকারীরা। সহিংসতা থেকে বাঁচতে প্রতিবেশী তুরস্কে পালিয়ে যাওয়ার পথে উত্তরাঞ্চলীয় সারমিন শহরের অদূরে নারী ও শিশুসহ এই দশ বাসযাত্রীকে গুলি করে হত্যা করা হয় বলে জানায় আন্দোলনকারীরা।



তবে কোন নিরপেক্ষ সূত্র থেকে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। সরকার বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে দেশটিতে বিদেশি সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ।

এদিকে বৃহস্পতিবার সমগ্র সিরিয়া জুড়ে পৃথক পৃথক সহিংসতার ঘটনায় ৬০ ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে লন্ডন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবসারভেটরি ফর হিউমান রাইটস।

সরকারবিরোধী আন্দোলনকারীদের শক্ত ঘাঁটি হামাতে বৃহস্পতিবার সরকারি বাহিনী ট্যাংক থেকে ব্যাপক গোলা বর্ষণ করে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

জাতিসংঘ দাবি করেছে সরকারবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে সিরিয়ার সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ৮ হাজার লোক নিহত হয়েছেন। এছাড়া আরো প্রায় দশ হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন বলেও এক প্রতিবেদনে দাবি করে জাতিসংঘ।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১২

সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।