ঢাকা: আমাজন এলাকায় খনি স্থাপনের বিতর্কিত সরকারি উদ্যোগের বিরুদ্ধে লাতিন আমেরিকার রাষ্ট্র ইকুয়েডরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে স্থানীয় আদিবাসীরা। আমাজন বনাঞ্চলীয় এলাকায় খনি সম্প্রসারণের সরকারি নীতি বাতিলের দাবি জানিয়ে আদিবাসীরা বলছে এর ফলে আমাজনের রেইনফরেস্ট এলাকায় নতুন করে খনি স্থাপনের তোড়জোড় শুরু হবে।
ইকুয়েডরের আমাজন অঞ্চলে চীনের সহযোগিতায় একটি তামার খনি স্থাপনের জন্য সম্প্রতি দেশটির সরকার একটি চীনা কোম্পানির সঙ্গে চুক্তি সই করে। মূলত এর প্রতিবাদেই বৃহস্পতিবার রাজধানী কিওটোতে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে আদিবাসীরা। আদিবাসীদের এই প্রতিবাদে সমর্থন দিয়েছে দেশটির বিরোধী রাজনৈতিক দলগুলো।
এদিকে বিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কার মধ্যেই দেশটির প্রেসিডেন্টের সমর্থকরাও রাস্তায় অবস্থান নেয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর