ঢাকা : ভারতে গত মার্চে সংক্রমণের পর সোয়াইন ফ্লুতে এ যাবত বিভিন্ন রাজ্যে ১২ জনের মৃত্যু ঘটেছে বলে শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালায় জানিয়েছে।
মন্ত্রণালয় আরো জানিয়েছে, মৃত্যুর অর্ধেকই ঘটেছে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকে।
আরো প্রায় ১৩০ জনের কাছাকাছি সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
তবে হঠাৎ করে এ রোগের প্রাদুর্ভাব দেখা দেওয়ার কারণ করো কাছে এখনো পরিষ্কার নয়।
তবে স্বাস্থ্যসচিব পিকে প্রধান ভারতীয় গণমাধ্যমে জনগণকে আশ্বস্ত করে বলেছেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয় পরিস্থিতি পর্যালোচনা করছে, ভয়ের কোনো কারণ নেই। যেসব রাজ্যে ইতোমধ্যে সোয়াইন ফ্লু ছড়িয়ে পড়েছে সেখানে কর্তৃপক্ষকে এই ভাইরাস সংক্রমণ প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ’
তবে স্থানীয় সাংবাদিকরা বলছেন, দৈনিক নতুন নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে।
উল্লেখ্য, ২০০৯ সালে ভারতে প্রথম সোয়াইন ফ্লু’র সংক্রমণে ৪৫০ জনের মৃত্যু ঘটে। সে সময় মহারাষ্ট্র, কর্নাটক এবং গুজরাটে সবচে বেশি মানুষ সোয়াইন ফ্লুতে মারা যায়।
ধারণা করা হয়, বিশ্বব্যাপী এই রোগে প্রায় এক হাজার ২’শ মানুষ মারা যায়।
মেক্সিকোতে প্রথম এ ভাইরাসের সংক্রমণ ঘটে। পরে তা খুব দ্রুত বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১২
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/জাহাঙ্গীর আলম নিউজরুম এডিটর