ঢাকা : চীনা এবং ফিলিপিনো বংশোদ্ভূতদের পরই যুক্তরাষ্ট্রে বসবাসরত তৃতীয় বৃহত্তম এশীয় জনগোষ্ঠী হলো ভারতীয় বংশোদ্ভূত। বর্তমানে প্রায় ৩২ লাখ ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রে বসবাস করে।
যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান ব্যুরোর ২০১০ সালে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী এই তথ্য পাওয়া যায়। গত এক দশকে যুক্তরাষ্ট্রে এশীয় বংশোদ্ভূতদের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে দ্রুত বলে পরিসংখ্যানে দেখা যায়।
২০১০ সালের পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে মোট জনসংখ্যা প্রায় ৩০ কোটি ৮৭ লাখ। যেখানে ২০০০ সালে এই পরিমাণ ছিল ২৮ কোটি ১৪ লাখ। এক দশকে যুক্তরাষ্ট্রের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে প্রায় ৯ দশমিক ৭ শতাংশ।
অথচ এই সময়ে যুক্তরাষ্ট্রে এশীয় বংশোদ্ভূতদের বৃদ্ধির পরিমাণ চারগুন বেশি। ২০০০ সালে যেখানে এশীয় বংশোদ্ভূতদের মোট সংখ্যা ছিলো ১ কোটি ২ লাখ, সেখানে দশ বছরে এই জনগোষ্ঠীর লোকসংখ্যা ৪৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০১০ -এ দাঁড়িয়েছে ১ কোটি ৪৭ লাখে।
বাংলাদেশ সময় :১৬৪১ ঘণ্টা, মার্চ ২৩, ২০১২
সম্পাদনা : জনি সাহা, নিউজরুম এডিটর ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর