ঢাকা : নিজেদের মধ্যে অবাধ বাণিজ্য প্রবাহের লক্ষ্যে একটি ত্রিপক্ষীয় বিনিয়োগ চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে এশিয়ার তিন বৃহৎ অর্থনৈতিক শক্তি জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া।
যদি এই চুক্তিটি স্বাক্ষরিত হয় তবে এটি হবে তিনটি রাষ্ট্রের মধ্যে প্রথম কোনো আইনগতভাবে বৈধ অর্থনৈতিক চুক্তি।
বিগত ২০০৮ সাল থেকেই সংশ্লিষ্ট দেশগুলো এই চুক্তিতে উপনীত হওয়ার জন্য কাজ করে যাচ্ছে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারগুলোতে চাহিদা কমে যাওয়ার কারণে এশিয়ার অনেক রাষ্ট্র এখন নিজেদের মধ্যে এই রকম চুক্তিতে আগ্রহী হচ্ছে।
জাপানের অর্থ মন্ত্রণালয়ের শিল্প ও বাণিজ্য বিভাগ থেকে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে বেইজিংয়ে সংশ্লিষ্ট দেশগুলো আলোচনা করে চুক্তির বিভিন্ন দিক চূড়ান্ত করে।
তবে মন্ত্রণালয় থেকে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি। তবে এই চুক্তির ফলে জাপান ও দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোর চীনে করা বিনিয়োগের বুদ্ধিবৃত্তিক সম্পদের অধিকার সংরক্ষিত হবে বলে আশা করছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
বাংলাদেশ সময় : ১৭০২ ঘণ্টা, মার্চ ২৩, ২০১২
সম্পাদনা : জনি সাহা, নিউজরুম এডিটর ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর