ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইসরায়েলি দূতাবাসে হামলা: ৪ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪০, মার্চ ২৩, ২০১২
ইসরায়েলি দূতাবাসে হামলা: ৪ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশ

ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লিতে গত মাসে ইসরায়েলি দূতাবাসের কাছে গাড়িতে বোমা পেতে বিস্ফোরণ ঘটানোর সঙ্গে জড়িত সন্দেহে মালয়েশিয়াতে আটক চার ইরানি নাগরিকের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল।

পুলিশের আন্তর্জাতিক এ সংগঠনের রেড কর্নার নোটিশ আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার সমতুল্য।

তবে কোনো অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ দাবির প্রেক্ষিতে আগাম গ্রেফতারের জন্য এ নির্দেশ জারি করা যেতে পারে।

আটক সন্দেহভাজন ইরানিরা হলেন- হাওসাং আফসার ইরানি, সাঈদ আলী মাহাদিয়ানসাদার, মোহাম্মাদ রেজা, আবুল গাশিমি এবং মাসউদ সিদাগহাতজাদেহ। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই’র অনুরোধে মালয়েশিয়া কর্তৃপক্ষ এদের কুয়ালালামপুর বিমানবন্দর থেকে আটক করে।

ইন্টারপোল সবদেশের পুলিশকে এই সন্দেহভাজনদের বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।

জানা গেছে, দিল্লি পুলিশের অনুরোধক্রমে সিবিআই ইন্টারপোলকে ওই চার ইরানির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির আহ্বান জানায়।

দিল্লি পুলিশ কমিশনার বি কে গুপ্ত জানিয়েছেন, সন্দেহভাজনরা ভারতীয় সাংবাদিক সাঈদ আহমেদ কাজমির সহায়তায় ইসরায়েলি দূতাবাসে হামলার জন্য সংগঠিত হয়েছিলো। একই অভিযোগে কাজমিকে গত ৬ মার্চ গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি দিল্লি ও জর্জিয়াতে ইসরায়েলি দূতাবাসের কাছে পৃথক দু’টি হামলা চেষ্টা হয়। এরমধ্যে দিল্লির ওই হামলায় ইসরায়েলি দূতাবাসের এক কূটনীতিকের গাড়িতে বোমা বিস্ফোরণে এক কূটনীতিকের স্ত্রীসহ ৪ জন আহত হয়। এর পরের দিন থাইল্যান্ড পুলিশ ইসরায়েলি দূতাবাসে হামলা চেষ্টার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করে। পরে ওই পৃথক ৩টি হামলার ঘটনার পেছনে অভিন্ন চক্র জড়িত বলে দাবি করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ২৩, ২০১২
সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর/ জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।