ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ইরাকে জেল ভেঙে ১৯ কয়েদির পলায়ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, মার্চ ২৩, ২০১২
ইরাকে জেল ভেঙে ১৯ কয়েদির পলায়ন

ঢাকা : ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুকে জেল থেকে ১৯ কয়েদি পালিয়েছে। শুক্রবার কিরকুকের কেন্দ্রস্থলে একটি পুলিশ কার্যালয়ের ভেতরে স্থাপিত অস্থায়ী কারাগারের ভেন্টিলেটর ভেঙে কয়েদিরা পালিয়ে যায়।

আদালতে চালান করার জন্য তাদের সেখানে রাখা হয়েছিলো।

স্থানীয় পুলিশ জানিয়েছে, পলাতকদের বেশিরভাগই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার হয়েছিলো।
 
পলাতকদের ধরতে পুলিশ কিরকুক শহরজুড়ে অভিযান শুরু করেছে।

কিরকুক পুলিশের উপপ্রধান মেজর জেনারেল তোরহান আব্দুল রহমান ইউসুফ জানিয়েছেন, এই শহরে এমন ঘটনা প্রথম ঘটলো। বন্দিরা জেলের বাথরুমের ভেন্টিলেটর খুলে কম্বল ব্যবহার করে লাফ দিয়ে পালিয়ে গেছে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর ইরাকের উত্তরাঞ্চলীয় অপর শহর মসুলে পয়ঃনিষ্কাশন পাইপ বেয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আটক ৩৫ কয়েদি পালিয়ে যায়। অবশ্য ইরাকি পুলিশ পরে ২১ জনকে ফিরিয়ে আনতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১২

সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর/জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।