ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

জিম ইয়ং কি হচ্ছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, মার্চ ২৩, ২০১২
জিম ইয়ং কি হচ্ছেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট

ঢাকা : বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট মনোনয়নে এবার চমক দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। একজন চিকিৎসককে এতোবড় আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট মনোনয়ন দিতে যাচ্ছে তারা।

  জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে খুব শিগগির কোরীয় বংশোদ্ভূত মার্কিনি জিম ইয়ং কি’কে মনোনয়ন দেবেন।

তবে চূড়ান্ত নির্বাচন হবে আগামী মাসে বিশ্বব্যাংকের ২৫ সদস্যের নির্বাহী বোর্ডে। যুক্তরাষ্ট্র বিশ্বের সবচে বড় অর্থনীতির দেশ হওয়ার কারণে এই বোর্ডে তাদের ভোটই সবচে বেশি।

জিম ইয়ং ডারমাউথ কলেজের প্রেসিডেন্ট, একজন চিকিৎসক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিইএইচও) এইডস বিভাগের সাবেক পরিচালক।

উল্লেখ্য, ১৯৪৪ সালে বিশ্বব্যাংক প্রতিষ্ঠার পর থেকে অলিখিত আইন অনুযায়ী এর প্রেসিডেন্ট পদে সব সময়ই কোনো মার্কিনিই থাকে।

বর্তমান প্রেসিডেন্ট রবার্ট জোয়েলিক শুক্রবারই শেষ অফিস করছেন। তার মেয়াদ শেষ হবে ওয়াশিংটন জিএমটি সময় শুক্রবার ২২টায়।

এবার বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচনের চিরাচরিত রীতি নিয়ে আপত্তি তোলে উন্নয়নশীল দেশগুলো। আফ্রিকার কয়েকটি দেশ নাইজেরিয়ার বাণিজ্যমন্ত্রীকে মনোনয়ন দিয়েছিল।

উন্নয়নশীল ছোট দেশগুলোর মধ্যে ভূটান, পূর্ব তিমুর, হাইতি, কেনিয়া, গুয়েতেমালা এবং চিলি যুক্তরাষ্ট্রের উন্নয়ন অর্থনীতিবিদ জেফরি স্যাকসের নাম প্রস্তাব করেছিল। কিন্তু তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থন পাননি বলে জানা গেছে।

তবে অধ্যাপক স্যাকস জোর দিয়ে বলেছেন, এই মূহূর্তে বিশ্বব্যাংকের একজন উন্নয়ন বিশেষজ্ঞ দরকার।

রবার্ট জোয়েলিকের মেয়াদ শেষের সময় ঘনিয়ে এলেও কিমের নাম কিন্তু সেভাবে শুনা যায়নি। সেই হিসেবে প্রেসিডেন্ট ওবামার বিবেচনাধীন সবচে সম্ভাব্য নামগুলোর মধ্যে- হোয়াইট হাউজের উপদেষ্টা ল্যারি সামার, কোমল পানীয় পেপসির প্রধান ইন্দ্রা নুয়েই এবং জাতিসংঘ দূত সুসান রাইসের নাম বারবার এসেছে।

বিশ্বস্বাস্থ্য সেবায় কিম একটি নেতৃস্থানীয় নাম। ডব্লিউএইচও’তে তার অনেক অবদান রয়েছে। আর ১৯৮৭ সালে পার্টনার ইন হেলথ নামে একটি স্বাস্থ্য সংগঠনেরও সহপ্রতিষ্ঠাতা তিনি।

কিমের জন্ম দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। পাঁচ বছর বয়সে তিনি বাবা-মার সঙ্গে যুক্তরাষ্ট্র চলে যান। বর্তমানে তার বয়স ৫২ বছর।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।