ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

তুলুস হত্যাকাণ্ড নিয়ে ফ্রান্স জুড়ে প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৬, মার্চ ২৩, ২০১২
তুলুস হত্যাকাণ্ড নিয়ে ফ্রান্স জুড়ে প্রশ্ন

ঢাকা: ফ্রান্সের তুলুস হত্যাকাণ্ডের আগাম তথ্য দিতে ব্যর্থ হওয়ায় ব্যাপক প্রশ্নের সম্মুখিন হয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা।

এই ঘটনার পর থেকেই ফ্রান্সজুড়ে প্রশ্ন উঠেছে নিরাপত্তা কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে কিভাবে স্বঘোষিত ওই আল কায়েদা সদস্য তুলুসে ৩ শিশুসহ সাত জনকে হত্যা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আরো পৃথক দুই ঘটনায় পুলিশের ওপর হামলা করতে সক্ষম হলো।



বৃহস্পতিবার সকালে মোহাম্মদ মিরাহ নামে ওই স্বঘোষিত আল কায়েদা সদস্যকে ফরাসি পুলিশের একটি বিশেষ বাহিনী দীর্ঘ ৩২ ঘণ্টা পর তার অ্যাপার্টমেন্টে হত্যা করতে সক্ষম হয়।

এ বিষয়ে দেশটির রাজনীতিবিদ ও স্থানীয় গণমাধ্যমগুলো নিরাপত্তা বাহিনীর সমালোচনা করে বলেছে, হত্যাকাণ্ডগুলো বন্ধে কোন ধরনের আগাম ব্যবস্থা নিতে ফরাসি গোয়েন্দা সংস্থার সদস্যরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

গণমাধ্যমগুলো আরো বলছে, ফরাসি গোয়েন্দারা যদি মিরাহ সম্পর্কে অবহিতই হয় এবং তার সাথে নিরাপত্তা বাহিনীর যোগাযোগের পরও তাহলে কেন তাকে আটক না করে হত্যা করা হলো?

অবশ্য শুক্রবার এ বিষয়ে ফ্রান্স রেডিওকে দেয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী ফ্রাঙ্কুয়িস ফিলন বলেছেন, ওই পরিস্থিতিতে মিরাহকে হত্যা করা ছাড়া তাদের আর কোন পথ খোলা ছিলো না। আমরা আইনের শাসনে বসবাস করি। আমাদের কোন অধিকার নেই এই দেশে একজন নাগরিকের ওপর সর্বক্ষণ নজরদারি করা।

তবে আগামী মাসে দেশটিতে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস সারকোজির বামপন্থি প্রতিদ্বন্দ্বী ফ্রাঙ্কুয়িস হল্যান্ডি এই নিয়ে সরকারের কঠোর সমালোচনা করেছেন। আগাম সতর্ক থাকলে মিরাহর হত্যকাণ্ড এড়ানো যেতো বলে তিনি মন্তব্য করেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১২
সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।