ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মালির রাজধানীতে বিদ্রোহী সেনাদের লুটপাট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৭, মার্চ ২৪, ২০১২
মালির রাজধানীতে বিদ্রোহী সেনাদের লুটপাট

ঢাকা : মালির প্রেসিডেন্ট আমাদো তুমানি তুরে নিরাপদ আছেন বলে নিশ্চিত করেছে আফ্রিকান ইউনিয়ন। আফ্রিকা মহাদেশের দেশগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ জোট শুক্রবার এই তথ্য জানায়।



ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অনুষ্ঠিত হওয়া আফ্রিকান ইউনিয়ন (এইউ)’র শান্তি ও নিরাপত্তা বিষয়ক সম্মেলনে অংশ নেওয়ার সময় এইউ কমিশন প্রধান জেন পিং বলেন তারা নিশ্চিত হয়েছেন যে মালির প্রেসিডেন্ট নিরাপদ আছেন। তার অনুগত সেনারা তার নিরাপত্তা বিধান করছে। এর পাশাপাশি আফ্রিকান ইউনিয়ন অভ্যুত্থানের নিন্দা জানিয়ে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে মালির সদস্যপদ স্থগিত করেছে।

এদিকে অভ্যুত্থানের পরপরই রাজধানী বামাকোতে অরাজকতা ছড়িয়ে পড়ে। কোনো কোনো ক্ষেত্রে সেনা সদস্যরাও লুটপাটে অংশ নিচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয় বাসিন্দারা। সেনারা পেট্রোল স্টেশন লুট করছে এবং রাস্তা থেকে মানুষের গাড়ি ছিনিয়ে নিচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে এক স্থানীয় বাসিন্দা।

লুটপাটের ফলে রাজধানীতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর অভাব দেখা দেওয়ার পাশাপাশি তেলের দামও বৃদ্ধি পেয়ে প্রায় দ্বিগুন হয়ে গেছে। বিগত ২৪ ঘণ্টায় তেলের দাম দ্বিগুন বেড়ে বর্তমানে প্রায় প্রতি লিটার ২.৬০ ডলারে বিক্রি হচ্ছে।

অভ্যুত্থানের দুই দিন পার হলেও রাজধানীর অধিকাংশ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় অভ্যুত্থানের নেতা আমাদো স্যানোগো এক বিবৃতিতে লুটপাট বন্ধের আহ্বান জানান। তিনি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে রাস্তাঘাট ফাঁকা হয়ে আসার পাশাপাশি পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটে বলে জানায় সংবাদমাধ্যম।

এদিকে প্রেসিডেন্ট সমর্থক সেনারা পাল্টা অভ্যত্থান ঘটিয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে রাজধানীতে। পাল্টা অভ্যুত্থানে বিদ্রোহী সেনাদের নেতা আমাদো স্যানোগো নিহত হয়েছেন বলে অসমর্থিত সূত্রে জানা যায়। তবে বিদ্রোহী সেনা নিয়ন্ত্রিত রাষ্ট্রীয় প্রচার মাধ্যম এই গুজবকে উড়িয়ে দিয়েছে।

বাংলাদেশ সময় :১০৩৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১২

সম্পাদনা : রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।