ঢাকা : লাতিন আমেরিকা সফরের অংশ হিসেবে ক্যাথলিক ধর্মগুরু পোপ বেনেডিক্ট ষোড়শ শুক্রবার মেক্সিকো পৌঁছেছেন। অভিষিক্ত হওয়ার পর এই প্রথম স্পেনিশভাষী ক্যাথলিক প্রধান দেশটিতে সফরে আসলেন পোপ বেনেডিক্ট ষোড়শ।
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর গুয়ানাজুয়াতো বিমান বন্দরে পোপকে স্বাগত জানান মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ ক্যালদেরন। এসময় উৎসুক হাজারো জনতা পোপকে স্বাগত জানাতে সেখানে উপস্থিত হন।
মাদক সহিংসতা পীড়িত মেক্সিকোতে পোপের এই সফরকে এ সময় গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন প্রেসিডেন্ট ফিলিপ ক্যালদেরন।
শনিবার পোপ প্রেসিডেন্ট ফেলিপ ক্যালদরনের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
অবতরণের আগে পোপ মেক্সিকোর যুব সম্প্রদায়ের প্রতি মাদককে প্রত্যাখান করার আহ্বান জানান। এই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই জোরদার করার ওপরও এসময় জোর দেন তিনি। মেক্সিকোর পর পোপ কিউবা সফরে যাবেন।
শুক্রবার গুয়ানাজুয়াতো শহরের বিমানবন্দরে ও রাস্তায় হাজার হাজার উৎফুল্ল জনগণ হর্ষ ধ্বনির মাধ্যমে পোপকে স্বাগত জানান। এসময় তারা ভ্যাটিকান ও মেক্সিকোর পতাকা নাড়ায়।
এদিকে পোপের সফর উপলক্ষে মেক্সিকোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যাপক সংখ্যায় ফেডারেল পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়।
মেক্সিকোর জনগণের ৮৮ শতাংশই রোমান ক্যাথলিক। দশ কোটি রোমান ক্যাথলিক অধ্যুষিত এই দেশটিতে বর্তমান পোপের পূর্বসূরি পোপ জন পল নিয়মিতভাবে সফর করতেন।
বাংলাদেশ সময় : ১১৩৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১২
সম্পাদনা : রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর