ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

উড়িষ্যাতে মাওবাদীদের হাতে বিধানসভা সদস্য অপহৃত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০২, মার্চ ২৪, ২০১২
উড়িষ্যাতে মাওবাদীদের হাতে বিধানসভা সদস্য অপহৃত

ঢাকা : ভারতের উড়িষ্যায় গত সপ্তাহে দুই ইতালি নাগরিক অপহরণের পর শনিবার রাজ বিধানসভা সদস্য ঝিনা হিকাকাকে অপহরণ করেছে মাওবাদী গেরিলারা।
 
এদিন সকালের দিকে উড়িষ্যার প্রাদেশিক রাজধানী ভূবনেশ্বর থেকে তাকে অপহরণ করা হয়।



হিকাকার (৩৭) এই অপহরণ অপহৃত দুই ইতালীয় নাগরিকের মুক্তির ব্যাপারে মাওবাদীদের সঙ্গে সরকারের চলমান আলোচনায় বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা সুরাইয়া মনি প্রধান জানান, সকালে ভূবনেশ্বরের পাহাড়ি এলাকা দিয়ে যাওয়ার সময় একদল অস্ত্রধারী তার গাড়ির পথরোধ করে। অস্ত্রের মুখে হিকাকাকে তুলে নিয়ে গেলেও তারা গাড়ির চালক ও দেহরক্ষীকে অক্ষত রেখে গেছে।

সুরাইয়া মনি আরো জানান, মাওবাদী গেরিলারা হিকাকাকে তুলে নিয়ে যাওয়ার সময় অপহৃত দুই ইতালীয় পাওলো বোসুসকো এবং ক্লদিও কলাঞ্জেলোর মুক্তির বিনিময়ে ১৩ দাবি সম্পন্ন লিফলেট ফেলে যায়।

তবে পুলিশের কাছে এখনো পরিষ্কার নয় হিকাকাকে মাওবাদীদের আগের দলটিই অপহরণ করেছে কি না। কারণ, গত সপ্তাহে দুই ইতালীয়কে রাজ্যের অন্য একটি অংশ থেকে অপহরণ করা হয়েছিল।
 
এদিকে গত সপ্তাহে অপহৃত দুই ইতালীয়কে মুক্তির ব্যাপারে রাজ্য সরকারের সঙ্গে মাওবাদীদের আলোচনা চলছে। গত শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক মাওবাদীদের সহিংসতামূলক কর্মকাণ্ড থেকে নিবৃত থাকার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময় : ১৬৪৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১২

সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর/জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।