ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

বালক মোজার্টের পিয়ানো কম্পোজিশনের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৫, মার্চ ২৪, ২০১২
বালক মোজার্টের পিয়ানো কম্পোজিশনের সন্ধান

ঢাকা : সঙ্গীতের বিস্ময় মোজার্টের একটি নতুন কম্পোজিশনের সন্ধান পাওয়া গেছে। অস্ট্রিয়াতে পাওয়া এই কম্পোজিশনটি তিনি যখন লেখেন ধারণা করা হচ্ছে, তখন তার বয়স ছিল মাত্র ১০ বছর।



একটি বাড়ির চিলেকোঠায় পড়ে থাকা নোটবইয়ে কম্পোজিশনটি পাওয়া গেছে। এটি ১৭৬৭ থেকে ১৭৬৮ সালের মধ্যে কম্পোজ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গবেষকরা সম্প্রতি নিশ্চিত হয়েছেন, আলেগ্রো মলটো শীর্ষক কম্পোজিশনটি মোজার্টের হওয়ার পেছনে যথেষ্ট প্রমাণ রয়েছে। কম্পোজিশনটি একটি নোটবইয়ে লেখা যেখানে দেল সিগনোর জিওভানে ভোলফগ্যাংগো মোজার্টের নাম অঙ্কিত রয়েছে।

যদিও মিউজিক কম্পোজিশনটি মোজার্ট বা তার বাবা লিওপোল্ডের হাতে লেখা নয় তবু সালজবুর্গের মোজার্টিয়ম ফাউন্ডেশনের ঐতিহাসিকদের দৃঢ় বিশ্বাস এটি সেই ক্ষণজন্মা কম্পোজারেরই হবে।

১৬০ পৃষ্ঠার হাতে লেখা ওই নোটবইয়ে সাল লেখা আছে ১৭৮০। সেখানে সঙ্গীতের ওপর মোজার্টের বাবারও অনেক কাজ লিপিবদ্ধ রয়েছে।

অস্ট্রিয়ার সঙ্গীতজ্ঞ ফ্লোরিয়ান বিরসাক ওই কম্পোজিশনটি মোজার্টের বাল্যকালের বাড়িতে তার সেই বাল্যকালে ব্যবহৃত পিয়ানোতে বাজিয়েছেন। চার মিনিটের ওই কম্পোজিন বাজিয়ে ফ্লোরিয়ান তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘এটা যে শুধু অন্য কারো নয় তাই-ই নয়, এতে মহান মোজার্টের ছোঁয়া পেয়েছি, তিনি যেন ফিরে এসেছেন। ’

উল্লেখ্য, ২০০৯ সালে গবেষকরা এরকম আরো দু’টি কম্পোজিশনের সন্ধান পেয়েছিলেন। তাদের বিশ্বাস, এগুলো মোজার্টের সাত বা আট বছর বয়সে তৈরি করা।

বাংলাদেশ সময় : ১৭৪৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।