ঢাকা :দীর্ঘ ছয় মাস আটকে রাখার পর অবশেষে ফিলিস্তিনিদের জন্য বরাদ্দকৃত ৮ কোটি ৮৬ লাখ ডলারের সাহায্য ছাড়ের অনুমোদন দিল মার্কিন কংগ্রেস। ফিলিস্তিনিদের জন্য সাহায্য হিসেবে বরাদ্দকৃত এই অর্থ দীর্ঘ ছয় মাস অনুমোদনের অপেক্ষায় আটকে ছিল মার্কিন কংগ্রেসে।
কংগ্রেসের রিপাবলিকান দলীয় দুই সিনিয়র সদস্যের বিরোধিতার কারণে এতদিন এই সাহায্য আটকে ছিলো। তারা বিরোধিতা থেকে সরে দাঁড়ালে এই বরাদ্দ ছাড়ের পথ সুগম হয়।
তবে এই অর্থ গাজায় যেতে দেওয়া হবে না বলে নিশ্চিত করেছেন দুইজনের মধ্যে একজন সদস্য। রস লেটিনেন নামের চরম ফিলিস্তিনি বিদ্বেষী এই নারী কংগ্রেসের বৈদেশিক সংক্রান্ত কমিটির প্রধান।
এই অর্থ ছাড়ের অনুমোদন দিলেও অবশিষ্ট আরো ৫ কোটি ৮৬ লাখ ডলার ছাড়ের বিরোধিতায় তিনি অটল থাকবেন বলে জানিয়েছেন তিনি। এই সাহায্য ফিলিস্তিনের চরমপন্থীদের পেছনে ব্যয় হওয়ার আশঙ্কা করছেন বলে জানান তিনি।
বরাদ্দকৃত অর্থ পশ্চিম তীরে রাস্তা তৈরি, বানিজ্য অথবা পর্যটন উন্নয়নের জন্য ব্যয় করা হবে না নিশ্চিত হওয়ার পরই তিনি এই অর্থ ছাড় করছেন বলে তিনি উল্লেখ করেন।
মার্কিন সাহায্য ফিলিস্তিনিদের স্বাস্থ্য, বিশুদ্ধ পানি এবং খাদ্য সহায়তার কাজে ব্যবহার করা হবে বলে জানা গেছে।
২০১১’র সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সদস্য রাষ্ট্র হওয়ার ফিলিস্তিনি উদ্যোগের সময় যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা এর বিরোধিতা করে তাদের জন্য বরাদ্দকৃত সকল সাহায্য আটকে দিয়েছিল।
বাংলাদেশ সময় :১৭৩৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১২
সম্পাদনা : রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর