ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

১৫ কুর্দি নারী যোদ্ধাকে হত্যা করেছে তুর্কি সেনারা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৩, মার্চ ২৪, ২০১২
১৫ কুর্দি নারী যোদ্ধাকে হত্যা করেছে তুর্কি সেনারা

ঢাকা: তুরস্কের বিচ্ছিন্নতাবাদী কুর্দি সংগঠন পিকেকে’র নারী শাখার ১৫ জন যোদ্ধাকে হত্যা করেছে তুর্কি সেনারা।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, বিতলিস প্রদেশে সেনাদের সঙ্গে ওই নারী যোদ্ধাদের সংঘর্ষে এ নিহতের ঘটনা ঘটে।



শনিবার রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাতোলিয়া এক সরকারি বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, প্রদেশের গ্রাম এলাকায় সংঘর্ষ বাধে। এ অঞ্চলটি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) শক্ত ঘাঁটি বলে বিবেচনা করা হয়।

স্থানীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদী কুর্দিদের এমন অনেকগুলো নারী ইউনিট রয়েছে। তার মধ্যে একটি ইউনিট সম্পূর্ণ ধ্বংস হয়ে গেলো।

ইরাক সীমান্তের কাছে মাউন্ট কুদির কাছে পিকেকে’র বিরুদ্ধে তুর্কি নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার করার একদিন পরেই এই সহিংসতার ঘটনা ঘটল। গত শুক্রবারের অভিযানে সাতজন পুলিশ এবং ছয় জন বিদ্রোহী নিহত হয়।

শনিবারের ঘটনায় কোনো তুর্কি সেনা হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, বিচ্ছিন্নতাবাদী কুর্দিদের দমন অভিযানে গত বছরের ডিসেম্বরে ইরাক সীমান্তে তুরস্কের বিমান হামলায় ৩৪ জন কুর্দি চোরাকারবারি নিহত হয়। সেনারা অবশ্য তাদের পিকেকে সদস্য বলে ভুল করেছিল।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।