ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি শিক্ষার্থীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৭, মার্চ ২৫, ২০১২
মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি শিক্ষার্থীকে গুলি করে হত্যা

ঢাকা : যুক্তরাষ্ট্রের মিসিসিপি স্টেট ইউনিভার্সিটির এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার শেষ রাতের দিকে আবাসিক হলে এ ঘটনা ঘটে।



বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইভানস হলে প্রবেশ করে দুর্বৃত্তরা ওই শিক্ষার্থীকে গুলি করেই পালিয়ে গেছে।

কর্তৃপক্ষ জানায়, তিনজন কালো পুরুষকে হল থেকে বেরিয়ে পুরনো মডেলের ক্রাউন ভিক্টোরিয়া গাড়িতে করে চলে যেতে দেখা গেছে। এদের এই ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ে এখন জরুরি অবস্থা বিরাজ করছে।

বাংলাদেশ সময় : ১২২৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২

সম্পাদনা : জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।