ঢাকা : উত্তর কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে রোববার দক্ষিণ কোরিয়া সফর শুরু করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
দক্ষিণ কোরিয়া পৌঁছেই প্রথমে দুই কোরিয়াকে পৃথককারী সেনামুক্ত অঞ্চলে মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ওবামা।
উল্লেখ্য, উত্তর কোরিয়া আগামী এপ্রিলে রকেট উৎক্ষেপণের ঘোষণা দিলে আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন হয়ে পড়ে। সবার আশঙ্কা, এর আড়ালে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে।
তবে পিয়ংইয়ং এ অভিযোগ নাকচ করে দিয়ে বলেছে, রকেটে করে একটি স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করবে তারা। এমনকি তারা আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও সাংবাদিকদের উপস্থিতিতেই রকেট উৎক্ষেপণ করবে।
কিন্তু তারপরও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশের আস্থা অর্জন করতে পারেনি উত্তর কোরিয়া।
এদিকে আগামী সোমবার সিউলে নিরাপত্তা বিষয়ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ৫০টির বেশি দেশের নেতা এই সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। ওবামাও এতে অংশ নেবেন।
তবে উত্তর কোরিয়া সম্মেলনে অংশ নিচ্ছে না।
প্রসঙ্গত, দুই কোরিয়াকে পৃথককারী সেনামুক্ত অঞ্চলে ওবামার এটিই প্রথম সফর। ১৯৫৩ সালে কোরিয়া যুদ্ধ শেষে এই অঞ্চল প্রতিষ্ঠা করা হয়।
বাংলাদেশ সময় : ১০৪৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর