ঢাকা : গত বছরের মার্চে ভয়াবহ সুনামিতে ভেসে যাওয়া জাপানের একটি জেলে নৌকা কানাডার পশ্চিম উপকূলে ভাসতে দেখা গেছে। দূষণ ছড়ানোর আশঙ্কায় এই নৌকা নিয়ে উৎকণ্ঠায় পড়েছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত শুক্রবার ব্রিটিশ কলাম্বিয়ার সমুদ্রে একটি বিমান টহল দেওয়ার সময় ১৫ মিটার দৈর্ঘ্যের ওই জেলে নৌকাটির দেখা পায়।
জাপানে সুনামির পর বড় ধরনের কোনো ধ্বংসাবশেষ হিসেবে এই নৌকাটিই মনে হয় একমাত্র বস্তু যা প্রশান্তমহাসাগর অতিক্রম করেছে।
কানাডার পরিবহন মন্ত্রণালয় সমুদ্র দূষিত হচ্ছে কি না বা জাহাজ চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি হচ্ছে কি না তার জন্য নৌকাটির ওপর নজর রাখছে।
গত মার্চের সুনামি জাপানে ২ কোটি ৫০ লাখ টনেরও বেশি ধ্বংসাবশেষ সৃষ্টি করে। ইউনিভার্সিটি অব হাওয়াইয়ের গবেষকরা বলছেন, তার মধ্যে ৪০ থেকে ৮০ লাখ টনই ধুয়ে মহাসাগরে নেমেছে। আর ১০ থেকে ২০ লাখ টন এখনো মহাসাগরে ভাসছে।
এসব ধ্বংসাবশেষের বেশিরভাগ অংশ ২০১৪ সালের মার্চের আগ পর্যন্ত উত্তর আমেরিকার কোথাও এসে ভিড়বে না বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ সময় : ১১১৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২
সম্পাদনা : জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর