ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

সু চি অসুস্থ : রাজধানীর বাইরে সব সফর বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৫, মার্চ ২৫, ২০১২
সু চি অসুস্থ : রাজধানীর বাইরে সব সফর বাতিল

ঢাকা :  মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি অসুস্থ হয়ে পড়েছেন। এ কারণে রাজধানী ইয়াঙ্গুনের বাইরের সব সফর বাতিল করা হয়েছে।

রোববার সু চি’র দল এ খবর নিশ্চিত করেছে।

আসন্ন উপ-নির্বাচনকে সামনে রেখে দেশের দক্ষিণাঞ্চলে প্রচারণা চালানোর সময় অসুস্থ হয়ে পড়েন তিনি।

সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) একজন কর্মকর্তা কায়ই টো জানিয়েছেন, পারিবারিক চিকিৎসক তিন মায়ো উইনের পরামর্শ অনুযায়ী নেত্রী এখন বাড়িতে বিশ্রামে থাকবেন। তিনি এখন দূরে কোথাও ভ্রমণেও যাবেন না।

ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, গত শনিবার মায়েয়িক শহরে যাওয়ার সময় তাকে বহনকারী নৌকাটি একটি চরে কয়েক ঘণ্টা আটকা পড়ে থাকলে সু চি বমি করেন।

চিকিৎসক কায়ই টো বলেছেন, ওই সফরের সময় সু চি’র স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটেছে। রোববারই ইয়াঙ্গুনে নিজ বাড়িতে ফিরে আসার মনস্থ করেছেন।

বাংলাদেশ সময় : ১৪১৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।