ঢাকা, সোমবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ২২ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

কান্দাহ‍ারে বোমা বিস্ফোরণে নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৪, মার্চ ২৫, ২০১২
কান্দাহ‍ারে বোমা বিস্ফোরণে নিহত ৯

ঢাকা: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারে বোমা বিস্ফোরণে এক বিদেশি সৈন্য ও পুলিশসহ ৯ জন নিহত হয়েছে।

শনিবার রাতে কান্দাহারের আরঘানদাব জেলায় এ ঘটনা ঘটে।



আরঘানদাবের জেলা প্রশাসক শাহ মোহাম্মদ জানান, শনিবার রাতে আফগান ও ন্যাটো সেনারা তাদের নিয়মিত টহলের সময় শক্তিশালী বোমটির বিস্ফোরণ ঘটে।

নিহতদের মধ্যে তিন আফগান পুলিশ, চারজন সরকার অনুমোদিত মিলিশিয়া বাহিনীর সদস্য ও একজন দোভাষিসহ রয়েছে বলে জানান তিনি।

এদিকে ন্যাটো দাবি করেছে কান্দাহারেই শনিবার পৃথক আরেকটি বোমা হামলায় তাদের এক সৈন্য মারা গেছে। তবে এ সম্পর্কে তারা বিস্তারিত কিছু জানাতে পারেনি।     

বাংলাদেশ সময় : ১৫৪০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২

সম্পাদনা: সুমন মজুমদার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।